"অলির কথা শুনে বকুল হাসে" — বাংলা গান সম্পর্কে প্রবন্ধ
![]() |
| গৌরীপ্রসন্ন মজুমদার |
গৌরীপ্রসন্ন মজুমদার (১৯২৪—১৯৮৬) আধুনিক বাংলা গানের একজন অন্যতম শ্রেষ্ঠ গীতিকার। তিনি ছাত্রজীবনে বাংলা এবং ইংরেজি সাহিত্যে, উভয়েই, এম. এ.শিক্ষাগত ডিগ্রি পান। তাঁর লেখা বহু গান জনপ্রিয় হয় এবং বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহৃত হয়, যেমন "কফিহাউসের সেই আড্ডাটা আজ আর নেই", "পথের ক্লান্তি ভুলে", "আমি যামিনী, তুমি শশী হে" ইত্যাদি।
হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে গৌরীপ্রসন্ন বেশ কিছু গানে একসাথে কাজ করেছিলেন। "অলির কথা শুনে" এই গানটিতেও একই শিল্পীদ্বয় কাজ করেন। গৌরীপ্রসন্ন রচিত এই গানটির গায়ক (কণ্ঠশিল্পী এবং সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় (১৯২০—১৯৮৯)।
১৯৬০ সালে এই গানটি প্রথম প্রকাশ পায়। এই গানটির সুর চার মাত্রার কাহারবা তালে রয়েছে। এই গানে নিরীক্ষামূলক পজ ব্যবহৃত হয়। গানের দ্বিতীয় লাইনে "কই তাহার মত তুমি আমার কথা শুনে" এর পর একটু থেমে যাওয়া (পজ/চধঁংব) লক্ষ্য করবেন। আবার গানের সঞ্চারী এবং অন্তরা অংশেও একই থেমে যাওয়া (পজ) পাবেন। এইখানে আবহসঙ্গীত থেমে যায়। থাকে না নেপথ্যে স্বর বা সুর। নীরবতার মধ্যে রয়ে যায় শুধু কথা।
গানের কথা
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো?
যেমন করে মেঘ যায় গো উড়ে, (২)
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো?
দেখাশোনা
এই গানটির ভিডিও আপনি ইউটিউবে সারেগামা চ্যানেলে দেখতে পারেন। আর গানটি শুনতে পারেন জিওসাবন, গানা, ইত্যাদি স্থানে।
গানটির স্বরলিপি সংক্রান্ত একটি ভিডিও দেখতে পারেন এইখানে।
আরও দেখুন
- "এ শুধু গানের দিন", সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় গান

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন