"আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেঁকে" — বাংলা গান সম্পর্কে প্রবন্ধ

"আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেঁকে"  গৌরীপ্রসন্ন মজুমদার রচিত একটি বাংলা গান। এই গানটির সুরকার এবং গায়ক (কণ্ঠশিল্পী) হেমন্ত মুখোপাধ্যায়। ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত "হারানো সুর" চলচ্চিত্রে এই গান প্রথম প্রকাশিত হয়। "হারানো সুর" চলচ্চিত্রের পরিচালক ছিলেন অজয় কর, এবং সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেন উত্তম কুমার, সুচিত্রা সেন, পাহাড়ী সান্যাল, চন্দ্রাবতী দেবী, উৎপল দত্ত প্রমুখ। চলচ্চিত্রে এই গানটি উত্তম কুমার এবং সুচিত্রা সেন দৃশ্যায়িত করেন।

"হারানো সুর" চলচ্চিত্রের দৃশ্য
গৌরীপ্রসন্ন মজুমদার (১৯২৪—১৯৮৬) আধুনিক বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার। তিনি ছাত্রজীবনে বাংলা এবং ইংরেজি সাহিত্যে, উভয়েই, এম. এ. শিক্ষাগত ডিগ্রি পান। তাঁর রচিত বহু গান বিভিন্ন বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় হয়, যেমন, "মুছে যাওয়া দিনগুলি", "আজ আছি কাল নেই", "নীড় ছোট ক্ষতি নেই", "পথের ক্লান্তি ভুলে" ইত্যাদি।

"আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেঁকে" একটি প্রেমের বিরহমূলক গান। এইখানে গীতিকার নিজের গানে বিচ্ছেদের এবং অপ্রাপ্তির হতাশা তুলে ধরেছেন। কোনও একসময়ে পথ চলা "এক" ছিল। আজ দুই সত্ত্বার পথের চলা আর চলার পথ ভিন্ন হয়ে গেছে, এই হতাশাই গানের মূল পংক্তি হিসেবে বারবার ফিরে ফিরে আসে। এই নিরাশাময় পংক্তিকে আবৃত করে গীতিকার তাঁর জীবনের অপ্রাপ্তি উপমা ও বর্ণনার মাধ্যমে এই গানে তুলে ধরেছেন।

উল্লেখ্য, অজয় কর পরিচালিত "হারানো সুর" চলচ্চিত্রের প্রায় সকল গান জনপ্রিয় হওয়ার সাথে সাথে কালজয়ীও হয়, যেমন, "তুমি যে আমার" (গীতা দত্তের কণ্ঠে পরিবেশিত)।

গানের কথা

"আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেঁকে" গানটির কথা (লিরিক্স) এইরকম

আজ দু'জনার দু'টি পথ ওগো 
দু'টি দিকে গেছে বেঁকে
তোমার ও পথ আলোয় ভরানো জানি
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে।
 
সেই শপথের মালা খুলে—
আমারে গেছ যে ভুলে,
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে।

আমার এ কূল ছাড়ি,
তব বিস্মরণের খেয়া ভরা পালে—
অকূলে দিয়েছি পাড়ি।
আজ যতবার দ্বীপ জ্বালি—
আলো নয় পাই কালি,
 এ বেদনা তবু সহি হাসিমুখে—
নিজেরে লুকায়ে রেখে।

দেখাশোনা

এই গানের ভিডিও ইউটিউবে সারেগামা চ্যানেলে দেখতে পারেন। অথবা, আপনি নীচের ভিডিওটিও দেখতে পারেন।

 

আরও পড়ুন

বহিঃসংযোগ


মন্তব্যসমূহ