"আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেঁকে" — বাংলা গান সম্পর্কে প্রবন্ধ
"আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেঁকে" গৌরীপ্রসন্ন মজুমদার রচিত একটি বাংলা গান। এই গানটির সুরকার এবং গায়ক (কণ্ঠশিল্পী) হেমন্ত মুখোপাধ্যায়। ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত "হারানো সুর" চলচ্চিত্রে এই গান প্রথম প্রকাশিত হয়। "হারানো সুর" চলচ্চিত্রের পরিচালক ছিলেন অজয় কর, এবং সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেন উত্তম কুমার, সুচিত্রা সেন, পাহাড়ী সান্যাল, চন্দ্রাবতী দেবী, উৎপল দত্ত প্রমুখ। চলচ্চিত্রে এই গানটি উত্তম কুমার এবং সুচিত্রা সেন দৃশ্যায়িত করেন।
![]() |
| "হারানো সুর" চলচ্চিত্রের দৃশ্য |
"আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেঁকে" একটি প্রেমের বিরহমূলক গান। এইখানে গীতিকার নিজের গানে বিচ্ছেদের এবং অপ্রাপ্তির হতাশা তুলে ধরেছেন। কোনও একসময়ে পথ চলা "এক" ছিল। আজ দুই সত্ত্বার পথের চলা আর চলার পথ ভিন্ন হয়ে গেছে, এই হতাশাই গানের মূল পংক্তি হিসেবে বারবার ফিরে ফিরে আসে। এই নিরাশাময় পংক্তিকে আবৃত করে গীতিকার তাঁর জীবনের অপ্রাপ্তি উপমা ও বর্ণনার মাধ্যমে এই গানে তুলে ধরেছেন।
উল্লেখ্য, অজয় কর পরিচালিত "হারানো সুর" চলচ্চিত্রের প্রায় সকল গান জনপ্রিয় হওয়ার সাথে সাথে কালজয়ীও হয়, যেমন, "তুমি যে আমার" (গীতা দত্তের কণ্ঠে পরিবেশিত)।
গানের কথা
"আজ দু'জনার দু'টি পথ ওগো দু'টি দিকে গেছে বেঁকে" গানটির কথা (লিরিক্স) এইরকম
দেখাশোনা
আরও পড়ুন
- "অলির কথা শুনে বকুল হাসে", গৌরীপ্রসন্ন মজুমদার রচিত, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান
বহিঃসংযোগ
- "হারানো সুর" চলচ্চিত্র (ইউটিউব জি বাংলা চ্যানেলে)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন