"সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ" — বাংলা গান সম্পর্কে প্রবন্ধ
"সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ" অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (অভিজিৎ ব্যানার্জি) রচিত একটি বাংলা গান। এই গানটি মূলতঃ গায়ক সুবীর সেনের কণ্ঠে জনপ্রিয়তা পায়। গান লেখার সাথে সাথে অভিজিৎ বন্দ্যোপাধায় এই গানটির সুরও করেন। এই গানটি ১৯৬৭ সালে প্রথম প্রকাশ পায়।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (১৯৩১–২০২২) বাংলা আধুনিক গানের একজন প্রখ্যাত গায়ক। তাঁর সঙ্গীতজীবনের শুরু হয় ভারতীয় গণনাট্য সংঘের (Indian People's Theatre Association বা IPTA) সাথে কাজের মাধ্যমে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতজীবনের একটা বড় অংশ, এবং বিশেষতঃ প্রারম্ভিক বছরগুলির সাথে সংযুক্ত রয়েছেন সলিল চৌধুরী এবং তাঁর সস্নেহ অভিভাবকত্ব। সান্নিধ্য এবং পরামর্শের মাধ্যমে সলিল চৌধুরী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার উন্মোচন তথা বিকাশে সহযোগিতা করেন।সুবীর সেন (১৯৩৪–২০১৫) আধুনিক বাংলা গানের একজন জনপ্রিয় গায়ক। তাঁর প্রেমের গানগুলি, এবং গানে তারুণ্যের ছোঁয়া বাংলার সঙ্গীতশ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুবীর সেনের সাথে দুইখানি গানে কাজ করেন— ১) "এ যেন সেই চোখ", ২) "সারাদিন তোমায় ভেবে"।
লক্ষ্যণীয় কাকতালীয় বিষয়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (গানের গীতিকার, সুরকার) এবং সুবীর সেন (গায়ক), দুইজনেরই জন্মতারিখ ২৪ জুলাই।
"সারাদিন তোমায় ভেবে" মূলতঃ সুবীর সেনের কণ্ঠে ১৯৬৭ সালে প্রকাশের পর জনপ্রিয় হয়। কিন্তু অন্যান্য আরও শিল্পী পরে এই গান গেয়েছিলেন। যেমন, ১৯৮২ সালের ডিসেম্বরে মাসে শিল্পী অর্চন চক্রবর্তী " দূর আকাশের নীচে" বাংলা গানের অ্যালবাম প্রকাশ করেন, যাতে এই গানটি ছিল।
সুবীর সেনের গাওয়া গানটিতে সমবেতকণ্ঠে (কোরাসে) গানটির দুইটি শব্দ "তোমায় ভেবে" ফিরে ফিরে আসে (প্রথম অংশে)। হয়তো বা, এইটি এইস্থানে গুরুত্ব নিরূপণ (স্ট্রেস দেওয়ার জন্য) ব্যবহৃত হয়েছে। গানের নেপথ্যে পিয়ানোবাদ্যের ধীর অথচ সুললিত সুর রয়েছে। এ'ছাড়াও গানে সেই সময়ে কিঞ্চিৎ অপ্রচলিত শিষের (whistle music) ব্যবহার হয়েছে।
গানের কথা
দেখাশোনা
আরও পড়ুন
- "অলির কথা শুনে বকুল হাসে", গৌরীপ্রসন্ন মজুমদার রচিত, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এবং সুর করা গান
বহিঃসযোগ
- "সারাদিন তোমায় ভেবে" গানের গিটার কর্ড

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন